০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আলোচিত সেই পৌর মেয়র পুত্রের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৫১ টাইম ভিউ

নিজস্ব প্রতনিধি: ঝালকাঠি পৌর মেয়র পুত্র মনিরুল ইসলাম মনির হুজুররে বিরুদ্ধে মাসুম নামে এক ব্যক্তি ভুমিদস্যুতার অভিযোগ করছেন ঝালকাঠি থানায়। অভিযোগকারী এস.এ মাসুম ঝালকাঠি জেলার নলছটিি উপজলোর ভৈরবপাশা গ্রামরে মৃত আ: মজিদ এর পুত্র। তিনি ০৩ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় লখিতি অভিযোগে উল্লেখ করেন। ‘ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি মৌজার ১৩.৭৫ শতাংশ জমি সাবেক মেয়র এর ছেলে ভুমিদস্যু মনিরুল ইসলাম তালুকদার মনির গং অবৈভাবে জোরজুলুম অত্যাচার করে ১০ বছর যাবত দখল করিয়া রাখিয়াছে। আওয়ামীলীগ সরকাররে আমলে তাকে বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি ধমকি হাত পা ভাঙ্গিয়া দিবে ও প্রান নাশের হুমকি দিয়া আসিতেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ করয়িাছেন কিন্তু কোন সুরাহা পান নাই। এর আগে ঝালকাঠি থানায় ২৯ আগষ্ট ২০২৪ একটি লিখিত অভিযোগ দায়ের করেন যার নং ১১৮৮/২৪, একই থানায় ১সপ্টেম্বের ২০২৪ তারিখে জিডি করে যার নং ১২২৩/২৪ এবং ২০ আগষ্ট ২০২৪ তারখিরে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর এখানা অভিযোগ প্রদান করনে যার নং ৭২৫৭তারিখ: ১০/০৯/২০২৪।
অভিযোগে এ মাসুম বলনে, মেয়রপুত্র মনির হুজুর এতোদিন আওয়ামীলীগ সরকাররে দাপট দেখিয়ে আমার জমি জোর জুলুম করে দখল করে রেখেছে। এখনও সে বহাল তবিয়াতে আছ। ‘
মনিরুল ইসলাম মনির হুজুর বলেন, “কাগজ পত্র যাচাই বাছাই না করে এবিষয়ে কোনোকিছু বলতে পারবো না। ”
ঝালকাঠি থানার অফসিার ইনর্চাজ মো: মনরিুজ্জামান বলনে, অভিযোগ এর বিষয়টি তদন্তাধীন আছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আলোচিত সেই পৌর মেয়র পুত্রের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ

আপডেটের সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

নিজস্ব প্রতনিধি: ঝালকাঠি পৌর মেয়র পুত্র মনিরুল ইসলাম মনির হুজুররে বিরুদ্ধে মাসুম নামে এক ব্যক্তি ভুমিদস্যুতার অভিযোগ করছেন ঝালকাঠি থানায়। অভিযোগকারী এস.এ মাসুম ঝালকাঠি জেলার নলছটিি উপজলোর ভৈরবপাশা গ্রামরে মৃত আ: মজিদ এর পুত্র। তিনি ০৩ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় লখিতি অভিযোগে উল্লেখ করেন। ‘ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি মৌজার ১৩.৭৫ শতাংশ জমি সাবেক মেয়র এর ছেলে ভুমিদস্যু মনিরুল ইসলাম তালুকদার মনির গং অবৈভাবে জোরজুলুম অত্যাচার করে ১০ বছর যাবত দখল করিয়া রাখিয়াছে। আওয়ামীলীগ সরকাররে আমলে তাকে বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি ধমকি হাত পা ভাঙ্গিয়া দিবে ও প্রান নাশের হুমকি দিয়া আসিতেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তিনি অভিযোগ করয়িাছেন কিন্তু কোন সুরাহা পান নাই। এর আগে ঝালকাঠি থানায় ২৯ আগষ্ট ২০২৪ একটি লিখিত অভিযোগ দায়ের করেন যার নং ১১৮৮/২৪, একই থানায় ১সপ্টেম্বের ২০২৪ তারিখে জিডি করে যার নং ১২২৩/২৪ এবং ২০ আগষ্ট ২০২৪ তারখিরে ঝালকাঠি জেলা প্রশাসক বরাবর এখানা অভিযোগ প্রদান করনে যার নং ৭২৫৭তারিখ: ১০/০৯/২০২৪।
অভিযোগে এ মাসুম বলনে, মেয়রপুত্র মনির হুজুর এতোদিন আওয়ামীলীগ সরকাররে দাপট দেখিয়ে আমার জমি জোর জুলুম করে দখল করে রেখেছে। এখনও সে বহাল তবিয়াতে আছ। ‘
মনিরুল ইসলাম মনির হুজুর বলেন, “কাগজ পত্র যাচাই বাছাই না করে এবিষয়ে কোনোকিছু বলতে পারবো না। ”
ঝালকাঠি থানার অফসিার ইনর্চাজ মো: মনরিুজ্জামান বলনে, অভিযোগ এর বিষয়টি তদন্তাধীন আছে।