আপনি তো এর আগেও ধারাবাহিক নাটকে কাজ করেছেন…
এর আগেও কিছু কাজ করেছি। হাসান জাহাঙ্গীরসহ বেশ কয়জনের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। সেগুলো কোনোটা ৪ পর্ব, কোনোটা ৮ পর্ব ছিল। আসলে সিনেমা নিয়েই তো ব্যস্ত থাকা হয়। কাছের অনেকেই অনুরোধ করলে না করতে পারি না। আর গল্প ভালো লেগে যাওয়ায় এবারও নাম লেখালাম। শুটিং এখনো শেষ হয় নাই। তবে ভালো গল্প পেলে সিনেমার পাশাপাশি নাটকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।
অনেক বছর ধরে আপনি চলচ্চিত্রে কাজ করছেন। সেই জায়গা থেকে এই সময়ে আপনার তো সিনেমাতেই বেশি ব্যস্ত থাকার কথা ছিল?
আমি তো নিয়মিত কাজ করছি। প্রতিবছর ৫–৬টা করে ছবি করছি। মাঝে আমি আমেরিকায় যাওয়া–আসার মধ্যে আছি, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এক বছর থেকে ফিরেছি। এই সময়ে পাঁচ–ছয়টি সিনেমার কাজ ছাড়তে হয়েছে। এখন পাঁচ–ছয়টি সিনেমার শুটিং চলছে। আল্লাহর রহমতে কাজ করে যাচ্ছি।