১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের দুগ্রুফের সংর্ষের জেরে কমিটি বিলুপ্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০১:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৪৭ টাইম ভিউ

ফেনী: ফেনীর জেলার সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলায় ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ছাত্রদলের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরপর রাতে সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাকিয়া রোড সংলগ্নে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন সোনাগাজী পৌর ছাত্রদলের আহবায়ক রিংকু, ছাত্রদল নেতা আসিফুল ইসলাম, কামরুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম, আবুল কালাম, নুর করিম, রাহাতুল ইসলাম, আবু ইউসুফ, আবুল কাসেম, নূর নবী, এনায়েত হোসেন, ওমর হাছান, রহমত উল্লাহ শাহীন, রফিক, জসিম উদ্দিন, জিহাদ রুবেল, সম্রাট, মতিউর রহমান মাসুম, মারুফ, সাজ্জাদ, সালাউদ্দিন, সজিব, শাহরিয়ার ইসলাম, সজিব হোসেন, পারভেজ, বাবর, মাসুদ, জিসান, রামিম ও সবুজসহ অন্তত ৩৫ জন।

জানা যায়, বিকেলের দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে আসামি করার প্রতিবাদে সদস্য সচিব সোহাগ নূরের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রদলের একটি অংশ। মিছিলটি সোনাগাজী পশ্চিম বাজারের তাকিয়া রোডের সামনে এলে ছাত্রদলের অপর একটি অংশ তাদের উপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে, কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ফেনী জেলা শাখার অধীনস্থ সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছাত্রদলের দুগ্রুফের সংর্ষের জেরে কমিটি বিলুপ্ত

আপডেটের সময় : ০১:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ফেনী: ফেনীর জেলার সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতার ওপর হামলায় ঘটনায় করা মামলার জেরে ছাত্রদলের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ছাত্রদলের অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরপর রাতে সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তাকিয়া রোড সংলগ্নে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন সোনাগাজী পৌর ছাত্রদলের আহবায়ক রিংকু, ছাত্রদল নেতা আসিফুল ইসলাম, কামরুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, ইব্রাহিম, আবুল কালাম, নুর করিম, রাহাতুল ইসলাম, আবু ইউসুফ, আবুল কাসেম, নূর নবী, এনায়েত হোসেন, ওমর হাছান, রহমত উল্লাহ শাহীন, রফিক, জসিম উদ্দিন, জিহাদ রুবেল, সম্রাট, মতিউর রহমান মাসুম, মারুফ, সাজ্জাদ, সালাউদ্দিন, সজিব, শাহরিয়ার ইসলাম, সজিব হোসেন, পারভেজ, বাবর, মাসুদ, জিসান, রামিম ও সবুজসহ অন্তত ৩৫ জন।

জানা যায়, বিকেলের দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে আসামি করার প্রতিবাদে সদস্য সচিব সোহাগ নূরের নেতৃত্বে মিছিল বের করে ছাত্রদলের একটি অংশ। মিছিলটি সোনাগাজী পশ্চিম বাজারের তাকিয়া রোডের সামনে এলে ছাত্রদলের অপর একটি অংশ তাদের উপর হামলা করে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে, কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ফেনী জেলা শাখার অধীনস্থ সোনাগাজী উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এ ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন