১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো সমাজসেবা কর্মচারীর

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১১২ টাইম ভিউ

মোঃ কবির হোসেন(দেবীদ্বার -কুমিল্লা ): কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আবুল কালাম আজাদ দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল বাশারের পুত্র এবং মেঘনা উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো- অ-১৪-২৬২৬) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আবুল কালাম আজাদ মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থল মেঘনা থেকে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলায় যাওয়ার সময় হোমনা উপজেলার দিকে আসার সময় আকিজ কোম্পানির উপরোক্ত কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে আবুল কালাম আজাদ তার মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটির একটি চাকা তার হেলমেট পরিহিত মাথার একপাশ দিয়ে চলে গেলে মাথা থেকে মগজ বের হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নিহত হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক কাভার্ড ভ্যানটিকে স্থানীয় এক যুবক নিহত আবুল কালাম আজাদের অক্ষত মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ধরে এনে তিতাস থানা পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ও তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় নিহতের সাথে থাকা মোবাইল ফোন দিয়ে বিষয়টি নিহতের স্বজন ও অফিস সহকর্মীদের জানালে তারা দূর্ঘটনাস্থলে এবং থানায় যান। পরে তিতাস থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা চলছে। হাজারো এলাকাবাসীর ভীর সামলে ভিতরে গিয়ে দেখা যায়, পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-পাতাল ভারী হয়ে আসছে। নিহত আবুল কালাম আজাদের মিনহাজ ও মিরাজ নামের ৬ ও ৪ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে রাতে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার বল্লভপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

“কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো সমাজসেবা কর্মচারীর

আপডেটের সময় : ০৪:০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

মোঃ কবির হোসেন(দেবীদ্বার -কুমিল্লা ): কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আবুল কালাম আজাদ দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল বাশারের পুত্র এবং মেঘনা উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কের তিতাস উপজেলার উত্তর আকালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের চাচা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পুলিশ ঘাতক কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো- অ-১৪-২৬২৬) আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আবুল কালাম আজাদ মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থল মেঘনা থেকে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলায় যাওয়ার সময় হোমনা উপজেলার দিকে আসার সময় আকিজ কোম্পানির উপরোক্ত কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে আবুল কালাম আজাদ তার মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটির একটি চাকা তার হেলমেট পরিহিত মাথার একপাশ দিয়ে চলে গেলে মাথা থেকে মগজ বের হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ নিহত হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক কাভার্ড ভ্যানটিকে স্থানীয় এক যুবক নিহত আবুল কালাম আজাদের অক্ষত মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ধরে এনে তিতাস থানা পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী ও তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় নিহতের সাথে থাকা মোবাইল ফোন দিয়ে বিষয়টি নিহতের স্বজন ও অফিস সহকর্মীদের জানালে তারা দূর্ঘটনাস্থলে এবং থানায় যান। পরে তিতাস থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা চলছে। হাজারো এলাকাবাসীর ভীর সামলে ভিতরে গিয়ে দেখা যায়, পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-পাতাল ভারী হয়ে আসছে। নিহত আবুল কালাম আজাদের মিনহাজ ও মিরাজ নামের ৬ ও ৪ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে রাতে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার বল্লভপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।