০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ মুদ্রা ও গয়না উদ্ধার!

রাজধানীতে সাবেক সচিবের বাসা থেকে বিপুল দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের একটি বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি এডিসি মিডিয়া ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি- বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি।

জানা গেছে, অভিযান চালানো এ ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। ২০১৯ সালে অবসরে যান তিনি। এ সময় তার বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযান চালানো বাসা দুটির একটি ছয়তলা। এ বাসার দ্বিতীয় তলায় থাকতেন পরিবার নিয়ে একজন সচিব থাকতেন। স্থানীয়রা বাসাটিতে বিপুল অর্থ লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।

খরব পেয়ে ডিএমপির একধিক টিম সেখানে অভিযান চালায়। এরপর সেখান থেকে বিপুল দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, বাসায় মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা পাওয়া গেছে। এছাড়া ১০ লাখ তিন হাজার ৩০৬ বিদেশি মুদ্রা মিলিছে। এর মধ্যে তিন হাজার ইউএস ডলার, এক হাজার ৩২০ মালয়েশিয়ান রিংগিট, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১২২ সিঙ্গাপুরের ডলার, এক হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়েন এবং ১৯৯ চাইনিজ ইয়েন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সাবেক সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ মুদ্রা ও গয়না উদ্ধার!

আপডেটের সময় : ১১:৫৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

রাজধানীতে সাবেক সচিবের বাসা থেকে বিপুল দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৬ আগস্ট) মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের একটি বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি এডিসি মিডিয়া ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি- বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি।

জানা গেছে, অভিযান চালানো এ ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। ২০১৯ সালে অবসরে যান তিনি। এ সময় তার বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযান চালানো বাসা দুটির একটি ছয়তলা। এ বাসার দ্বিতীয় তলায় থাকতেন পরিবার নিয়ে একজন সচিব থাকতেন। স্থানীয়রা বাসাটিতে বিপুল অর্থ লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।

খরব পেয়ে ডিএমপির একধিক টিম সেখানে অভিযান চালায়। এরপর সেখান থেকে বিপুল দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, বাসায় মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা পাওয়া গেছে। এছাড়া ১০ লাখ তিন হাজার ৩০৬ বিদেশি মুদ্রা মিলিছে। এর মধ্যে তিন হাজার ইউএস ডলার, এক হাজার ৩২০ মালয়েশিয়ান রিংগিট, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১২২ সিঙ্গাপুরের ডলার, এক হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়েন এবং ১৯৯ চাইনিজ ইয়েন।