(কমলনগর- লক্ষ্মীপুর): মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক ও উদ্যোক্তা ওমর ফারুক সবুজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গত কয়েকদিন সে আইসিউতে ছিল। তার বড় ভাই খোরশেদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বহুপ্রতিভার অধিকারী সাংবাদিক ওমর ফারুক সবুজ তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং তোরাবগঞ্জ শাখার পরিচালক ছিলেন।
১৩ এপ্রিল শনিবার দুপুর ৩ টা ১৭ মিনিটে ঢাকা ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রিয় সবুজ ছিল আন্তরিক ও পরোপকারী ব্যক্তি। ইউনিয়ন পরিষদে সেবার জন্য গেলে সকল সেবাগ্রহীতাকে সমানভাবে মূল্যায়ন করতো। আন্তরিকতা দিয়ে সহজে ইউনিয়নবাসীর বিভিন্নভাবে সেবা দিতেন স্নেহের সবুজ। তার মৃত্যুতে কমলনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব গভীর শোক প্রকাশ করছে। মহান আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন