০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাপার মহাসচিব গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৩:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশীদকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সূত্র আরও জানায়, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য: ডা. জাহিদ হোসেন
ডিএমপি সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এ ছাড়া ‘জুলাই আন্দোলন’-এর ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। মামুনুর রশীদের বাড়ি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জাপার মহাসচিব গ্রেফতার

আপডেটের সময় : ০৩:৫৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের দুইবারের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনুর রশীদকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সূত্র আরও জানায়, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য: ডা. জাহিদ হোসেন
ডিএমপি সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, এর আগে ২০২৪ সালের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় মামুনুর রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এ ছাড়া ‘জুলাই আন্দোলন’-এর ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাতেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। মামুনুর রশীদের বাড়ি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে।