রক্তদাতাকে ফিরিয়ে দেওয়া এ কেমন মানসিকতা?
শুধু গায়ের রঙ কালো বলে লক্ষ্মীপুর রায়পুরের একটি প্রাইভেট হাসপাতালে গতকাল এক রক্তদাতাকে ফিরিয়ে দেওয়া হয়েছে!
ঘটনার সংবেদনশীলতা বিবেচনায় আমরা রক্তদাতা ও রোগীর নাম প্রকাশ করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে রক্তের সাথে কি রঙের কোনো সম্পর্ক আছে? অসুস্থ মানুষের জীবন বাঁচাতে যে রক্ত দেওয়া হয়, সেখানে গায়ের রঙকে বিচার করা কতটা অমানবিক?
আমরা চাই, এমন মানসিকতার পরিবর্তন হোক। রক্ত হলো মানবতার প্রতীক এখানে নেই কোনো বর্ণভেদ, নেই কোনো বৈষম্য।
এই বিষয়ে আপনাদের মতামত কী?
সামাজিক সচেতনতা বাড়াতে আপনাদের সবার দৃষ্টিভঙ্গিই জরুরি।