ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে মঞ্চ ৭১-এর আয়োজনকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ড. কামাল হোসেন। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মিলনায়তনে অবরুদ্ধ ছিলেন। এরপর লতিফ সিদ্দিকীসহ ৪ জনকে আটক করে পুলিশ।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা আগে পৌঁছান। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলেন।
এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। ছাত্র-জনতার সঙ্গে যোগ দেন স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এডিসি আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত পুলিশকেছাত্র-জনতা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করার অনুরোধ জানান।