(কমলনগর -লক্ষ্মীপুর) : জেলার কমলনগর উপজেলায় চর কাদিরা ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে ইন্তেকাল করেছেন একই পরিবারের পিতা ও পুত্র।
গত ৫ দিন আগে চর কাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হোসেন হাওলাদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে আসে।
এরপর গতকাল শনিবার (২৪ আগস্ট) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হোসেন হাওলাদারের বড় ছেলে হারুণ হাওলাদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনিও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
একই পরিবারের দুইজন প্রিয় ব্যক্তির মৃত্যুতে চর কাদিরা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, রাজনৈতিক সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন এলাকাবাসী। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই প্রার্থনাই করছেন সবাই।
০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগর পিতাপুত্রের মৃত্যুতে শোকের ছায়া
-
রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ০৯:১৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- ৬১ টাইম ভিউ
ট্যাগ: