০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৪৪ টাইম ভিউ

ডেস্ক নিউজ : স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনের মতো দাবিতে শহরের হাজারি রোড দিয়ে পদযাত্রা শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

আপডেটের সময় : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

ডেস্ক নিউজ : স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা। এতে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা এবং বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনের মতো দাবিতে শহরের হাজারি রোড দিয়ে পদযাত্রা শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই।