০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল কর্মীর গুলিতে যুববিভাগের ২ কর্মী আহত

ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধে জামায়াতের যুব শাখার দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবদল কর্মীদের অভিযুক্ত করছেন জামায়াতের কর্মীরা। তবে, অভিযোগ অস্বীকার করছে যুবদল। গুলিবিদ্ধ দুই জামায়াত কর্মী হলেন– মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। রোববার রাত ১১টার দিকে তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

দলীয় ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত ১৫ আগস্ট গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা মনির পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে খেলা দেখা নিয়ে দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে একপক্ষ স্থানীয় যুবদলের নেতা–কর্মী, অন্যপক্ষ জামায়াতের যুব বিভাগের কর্মী।

স্থানীয়রা জানান, ঘটনা মীমাংসার জন্য বৃহস্পতিবার তুলাছরা গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। সেখানে হামলা চালান একদল তরুণ ও যুবক। যাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা জামায়াত কর্মীরা দৌঁড়ে পালানোর সময় তাদের গুলি করেন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

জামায়াতের পেশাজীবী ফোরামের ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মামুন বলেন, ‘খেলার মাঠে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের কথা কাটাকাটি হয়। পরে সেদিন সন্ধ্যায় যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া এবং ককটেল বিষ্ফারণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে তল্লাশি চালায় তারা। রোববার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদলের হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী মো. সজীব ও মো. তুষার গুলিবিদ্ধ হন।’

এ বিষয়ে যুবদল কর্মী হাবিব ও মহসিনের বক্তব্য নেওয়ার জন্য তাদের ফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া য়ায়।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘গোপালপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা শুনেছি। তবে ওই ঘটনার সঙ্গে যুবদলের কোনো নেতা–কর্মী জড়িত নন। সেখানে কিশোর গ্যাংয়ের মতো একাধিক গ্রুপ রয়েছে। তারাই ঘটনা ঘটাতে পারে।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে রোববার রাতে সমঝোতা বৈঠক বসলে সেখানে হামলা চালায় একটি পক্ষ। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

যুবদল কর্মীর গুলিতে যুববিভাগের ২ কর্মী আহত

আপডেটের সময় : ০৫:৪৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধে জামায়াতের যুব শাখার দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় যুবদল কর্মীদের অভিযুক্ত করছেন জামায়াতের কর্মীরা। তবে, অভিযোগ অস্বীকার করছে যুবদল। গুলিবিদ্ধ দুই জামায়াত কর্মী হলেন– মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। রোববার রাত ১১টার দিকে তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ।

দলীয় ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গত ১৫ আগস্ট গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা মনির পাটোয়ারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। সেখানে খেলা দেখা নিয়ে দর্শকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তাদের মধ্যে একপক্ষ স্থানীয় যুবদলের নেতা–কর্মী, অন্যপক্ষ জামায়াতের যুব বিভাগের কর্মী।

স্থানীয়রা জানান, ঘটনা মীমাংসার জন্য বৃহস্পতিবার তুলাছরা গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। সেখানে হামলা চালান একদল তরুণ ও যুবক। যাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা জামায়াত কর্মীরা দৌঁড়ে পালানোর সময় তাদের গুলি করেন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

জামায়াতের পেশাজীবী ফোরামের ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন মামুন বলেন, ‘খেলার মাঠে জামায়াতের কর্মী রাসেলের সাথে বিএনপির কর্মী মানিকের কথা কাটাকাটি হয়। পরে সেদিন সন্ধ্যায় যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া এবং ককটেল বিষ্ফারণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।’

তিনি বলেন, ‘শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে তল্লাশি চালায় তারা। রোববার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদলের হাবিব ও মহসিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী মো. সজীব ও মো. তুষার গুলিবিদ্ধ হন।’

এ বিষয়ে যুবদল কর্মী হাবিব ও মহসিনের বক্তব্য নেওয়ার জন্য তাদের ফোনে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া য়ায়।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘গোপালপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা শুনেছি। তবে ওই ঘটনার সঙ্গে যুবদলের কোনো নেতা–কর্মী জড়িত নন। সেখানে কিশোর গ্যাংয়ের মতো একাধিক গ্রুপ রয়েছে। তারাই ঘটনা ঘটাতে পারে।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জেরে রোববার রাতে সমঝোতা বৈঠক বসলে সেখানে হামলা চালায় একটি পক্ষ। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’