(রামগতি -লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৩) নিহত হয়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে মালবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার।
মেয়েটি হাজীগঞ্জ বাজার গ্লোবাল স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন ছাত্রী,বর্তমানে মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী সামিয়া আক্তার শান্তা। সে উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলি হোসেন এর একমাত্র মেয়ে অর্ধ- বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ব্রিজের গোড়ায় ট্রাকের ধাক্কায় দূর্ঘটনার শিকার হয় । মাইজদী হাসপাতাল নেওয়ার পথে সে ইন্তেকাল করেন–ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায় আজ দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিল। পোড়াগাছার স্টিল ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সামিয়া আক্তারসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সামিয়া আক্তারের। অন্য আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাড়ি ফেরা হল না সামিয়ার!
-
রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- ১৫৩ টাইম ভিউ
ট্যাগ: