মাওলানা কারী গিয়াস উদ্দিন সভাপতি জাতীয় ইমাম সমিতি লক্ষ্মীপুর: অন্য ধর্মের পূজা অর্চনা উপস্থিত থাকা সম্পর্কে আলোচনা। ইসলামে তাওহীদ রক্ষা করা এবং শিরেক থেকে বেঁচে থাকা সবচেয়ে বড় ফরজ। কোরআনের দলিল। তোমরা মিথ্যা দেবতাদের পূজা করো না এবং তাদের গালি দিও না যাতে তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি না দেয় (সূরা আল আনআম ১০৮ নংআয়াত)অন্য ধর্মের পূজা অর্চনায় সম্মতি জানানো ইসলাম নিষিদ্ধ। তবে সামাজিক ও নিরাপত্তার কারণে তাদের মন্দিরে যাওয়া যেতে পারে, ফতোয়া,يجوز دخول اهل الذ مة الى الهندوس مع حفظ النظام نعم বাংলা অর্থ শৃংখলা রক্ষার্থে আহলে জিম্মা অমুসলিম হিন্দুদের মন্দিরে প্রবেশ করতে পারে হ্যাঁ এটি জায়েজ।সুত্রঃ ইবনে কায়িম,জাওয়াবুল কুলুব।লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জনাব রাজিব কুমার সরকার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর। সভাপতি ছিলেন জনাব সম্রাট খীসা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লক্ষীপুর। আমি প্রধান আলোচক ছিলাম। কোরআন সুন্নাহর আলোকে ইসলাম মানবতার ধর্ম, সম্প্রীতিরধর্ম, তুলে ধরার চেষ্টা করেছি এবং বলেছি শান্তি নিরাপত্তার জন্য আমরা সদা সর্বদা সহযোগীতা করবো। দেশকে অস্থিতিশীল করার জন্যে, কোন সন্ত্রাস ও দুষ্কৃতিকারী যেন সুযোগ না পায়। আমি হিন্দুদের মন্দিরে গিয়েছি, তাদের কোন কাজ সমর্থন করেনি তাদেরকে শুভেচ্ছা দেইনি তাদের কোন খাদ্য গ্রহণ করেনি কিন্তু, ওসি মহোদয় উপস্থিত ছিলেন আমরা বলেছি কোন দুষ্কৃতিকারী কোন সন্ত্রাস করলে কঠোর হস্তে দমন করতে হবে।ইসলামের সৌন্দর্য তুলে ধরেছি, আমার বন্ধুদের নিকট এটাই কি আমার অপরাধ হয়ে গেল।ঠিক আছ,আসুন আমরা তাওহীদের ঐক্য গঠন করে শেরেক মুক্ত জীবন যাপন করি।দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি নিয়ে একাত্রে যেন জান্নাতে বসবাস করতে পারি আল্লাহ তাওফিক দান করুন আমিন। তাড়াহুড়া করে লিখলাম জানাযা যেতে হবে, ভুল হইলে কমেন্টসে জানাই দিবেন পরে সংশোধন করে নিব।
মাওলানা গিয়াস উদ্দিন
১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কোরআন -হাদিসের আলোকে পূজায় উপস্থিতি
-
রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ০৫:২৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- ১৬০ টাইম ভিউ
ট্যাগ: