লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় পৃথক উপজেলা গঠনের দাবিকে কেন্দ্র করে ১০ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বটতলী বাজার মডেল মসজিদ মিলানায়তনে আয়োজিত এ গণশুনানিতে সদর উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, বিভিন্ন রাজনৈতিক নেতা, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসিম উদ্দিন।
গণশুনানির অনুষ্ঠান সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
গণশুনানিতে বক্তারা চন্দ্রগঞ্জ থানা এলাকার ভৌগোলিক বিস্তৃতি, বিপুল জনসংখ্যা, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রশাসনিক সেবা আরও জনবান্ধব করতে হলে মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “এলাকার জনগণের মতামত ও প্রয়োজন বিবেচনায় নিয়ে আমরা বিষয়টি মন্ত্রণালয়ে সুপারিশ আকারে পাঠাবো। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জ থানা একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা। জনগণের দাবি যথাযথভাবে তুলে ধরা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং চন্দ্রগঞ্জকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।