ডেস্ক নিউজ : প্রবাসী ভাইয়ের লাশ নেয়ার পথে সড়ক দুর্ঘটনায় মামাতো-ফুফাতো ভাই নিহত!
আজকে ৫ জুলাই শনিবার চৌদ্দগ্রামের বাতিসায় যে ম’র্মা’ন্তিক সড়ক দু’র্ঘটনা ঘটেছে সেটি ছিলো অত্যন্ত হৃদয়বিদারক লাশবাহী এম্বুলেন্স।
এম্বুল্যান্সটি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছিলো এক প্রবাসীর লাশ নিয়ে। প্রবাসের মাটিতে মৃত্যু, এক মাস পর লাশ গিয়েছে দেশে। লাশ নিতে এসে ২ভাইও লাশ হয়ে ফিরলো।
এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চৌদ্দগ্রামের বাতিসায় ভয়াবহ দু’র্ঘটনার কবলে পড়ে দুইজন নিহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম হাইওয়ে পুলিশ।