লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর জেলার রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার শিক্ষার্থী হত্যার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) রাতে রায়পুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান হোসেন ভূঁইয়া লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আরমান ও তার অনুসারীরা ঝুমুর এলাকায় শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়, যাতে চার শিক্ষার্থী নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আরমান সদর থানায় দায়ের হওয়া শিক্ষার্থী হত্যার মামলায় অভিযুক্ত। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।