( কমলনগর -লক্ষ্মীপুর):গতকাল শনিবার দুপুর ১২টার সময় আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাজুকে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঘটনায় সন্ধ্যায় ২৬ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করে কমলনগর থানা পুলিশ। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– ত্রিকোট চন্দ্র দাস পিতা মৃত অনিল বরন দাস , সনজিৎ চন্দ্র দাস পিতা মৃত শ্রীদয় চন্দ্র দাস , সম্ভু চন্দ্র দাস পিতা মৃত সুদর্শন চন্দ্র দাস , মো. মিলন পিতা মৃত আশরাফ উল্লাহ, আবদুর রহিম আবুল কালাম , নুর আলম পিতা ইসহাক মাঝি, আব্বাস উদ্দিন পিতা আহম্মদ মুন্সি , মো. হেলাল উদ্দিন পিতা আবদুল গনি ও ইরা দাস সর্ব সাং চর কাদিরা।
জানা গেছে, শনিবার দুপুরে রাজুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন কমলনগর থানার সহকারী উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল মো. আরজু। তাকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাজুর সহযোগী ও স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হ্যান্ডকাফসহ রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে মামলার নয় আসামিকে গ্রেপ্তার করে ২৫ মে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রধান আসামি রাজুসহ অপর আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ।