০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আইএস রুপে ফিরে এসেছে

কিশোরগঞ্জ : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতো মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ।

২০ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর-পাকুন্দিয়া সীমান্তে পুলেরঘাট এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।

বিকেল ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক আইডিতে মিছিলের ছবি শেয়ার করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মিছিল করে ছাত্রলীগ। তাদের হাতে জাতীয় ও কালো পতাকা ছিল, সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই তারা পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

মিছিলের ব্যানারে লেখা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা যায়নি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার?
তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আইএস রুপে ফিরে এসেছে

আপডেটের সময় : ০১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জ : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতো মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ।

২০ এপ্রিল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর-পাকুন্দিয়া সীমান্তে পুলেরঘাট এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।

বিকেল ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক আইডিতে মিছিলের ছবি শেয়ার করেন।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মিছিল করে ছাত্রলীগ। তাদের হাতে জাতীয় ও কালো পতাকা ছিল, সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই তারা পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

মিছিলের ব্যানারে লেখা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা যায়নি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার?
তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।