ড:ফয়জুল হক : আমি বিএনপি’র কে এই প্রশ্ন করে ফোন কলে হু*ম*কি দেন এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনের প্রধান সমন্নয়ক মনিরুল ইসলাম রবি ।আওয়ামীলীগ আমাকে বহু হু*ম*কি ধমকি দিয়েছে তাতে কষ্ট পাইনি। কারণ, ওরা আমাকে দেশে আসতে দেয়নি দীর্ঘ ৬ বছর। ওদের আদর্শ বিরোধী আমি তাই আমাকে প্রতিদিন শতশত বাধা বিপত্তির মধ্যেই সংগ্রাম করতে হয়েছে। যা কখনোই দেশবাসীকে বলিনি।কিন্তু আজ নিজ দলের পরিচয় দিয়ে আমাকে ড. মিজানুর রহমান আজহারির জন্য বানানো একটি ভিডিওর জন্য ঢাকা আসলে দেখে নিবে বলে হু*ম*কি দেন, তখন আমার নিরাপত্তার ইস্যু এসে দাড়িয়ে যায়। আমি বিএনপি করি সেই ক্লাস ৮/৯ থেকেই। আমার সকল নির্বাচনী সভা সমাবেশ এই দলকে নিয়েই করেছি বিগত দিনে। আমি ২০১৮ সনে ঝালকাঠী ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে নিমিউনেশন তুলেছিলাম, সে কারণে এই করোনার সময়ে দলের পক্ষ থেকে আমাদের সম্মানীত মহাসচিব আমাকে চিঠি দিয়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে করোনার উপকরণ বিতরনের নির্দেশ দেন। আমি এলাকায় তার নির্দেশে কাজও করি।চিঠিতে দেখতে পারেন আমি কে? গত ১৬ বছরে কতজন লোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের হয়ে কথা বলেছে? আমি বলেছি সর্ব অবস্থায়। আমি সকল নির্যাতিত মানুষের কথা তুলে ধরেছি। সেখানে দল দেখতে যাইনি। আমি একজন সংসদ সদস্য পদপ্রার্থী অথচ আমাকে বলছেন আমি কে? আমার কোন পদ নেই কেন? পদ থাকা না থাকা দলের সিদ্ধান্ত। আমি জানতে চাই এই দল থেকে কি কেউ কখনো পদ পদবী ছাড়া নির্বাচন করেনি? আমি মালয়েশিয়া বিএনপির কমিটিতে রয়েছে দীর্ঘ ১৩ বছরের অধিক সময় থেকে। চাইলে মালয়শিয়ার যে কাউকে খোঁজ নিতে পারেন। আজ আমি দলের হয়ে কথা বলার পরেও আমাকে নিয়ে প্রশ্ন তুলছেন আবার হু*ম*কি ও দিচ্ছেন!! সেইম। আমি শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের রাজনীতি করছি। আমাদের দল উদার মত প্রকাশে বিশ্বাস করে। এই দলে কত পন্থীইতো আছে? শুধু আমি একটু মজলুমের পক্ষে কথা বলার কারণে ট্যাগ লাগিয়ে দিবেন? আপনাদের উদ্দেশ্য কি এই দলে অন্য কেউ থাকতে না পারে? আমি আপনার জন্য দল করিনা। আমি আমার আদর্শের জন্য এই দল করি। আমাকে যদি তারেক রহমান অপ্রয়োজন মনে করেন তাহলে নিশ্চই আমি চলে যাবো। তবে আপনাদের কথায় নয়।আমার রাজনীতি নিয়ে কথা বলতে পারবেন শুধু তাঁরাই যারা দলের দুর্দিনে কথা বলেনি। সুদিনের বন্ধুরা সব সময় থাকবেনা। আমি ঐক্যে বিশ্বাসী। আমি সবাইকে নিয়ে দেশ গঠনে বিশ্বাসী। আমার গতিপথ কেউ বন্ধ করতে পারবেনা ইনশাআল্লাহ।
০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ড: ফয়জুল হক’কে হুমকি দেন মনিরুল ইসলাম রবি
-
রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ০৪:২১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- ১২১ টাইম ভিউ
ট্যাগ: