০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে কবরে অস্ত্র লুকিয়ে রেখেও পার পেলো না যুবক

লক্ষ্মীপুর : জেলার চন্দ্রগঞ্জে কবরে লুকিয়ে রাখা একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাহাত হোসেন বাবু (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।

আটক বাবু জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে।

রোববার (৫ জানুয়ারি) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিন আটক বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

উদ্ধারকৃত অস্ত্রটি চন্দ্রগঞ্জের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রদল নেতা জিসানের কবরে লুকিয়ে রাখা হয় বলে জানায় ডিবি পুলিশ। জিসান ২০১৫ সালের ২৩ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের সাথে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাহাত হোসেন বাবু নামে এক যুবক কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তাকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অস্ত্র রাখার কথা স্বীকার করে। পুলিশ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের পাশে থাকা জিসানের কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে লাল টিস্যু শপিং ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি এলজি উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ বাদি হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি রাহাত হোসেন বাবুকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আসামি বাবু অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়-ভীতি সৃষ্টিসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে কবরে অস্ত্র লুকিয়ে রেখেও পার পেলো না যুবক

আপডেটের সময় : ০৬:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

লক্ষ্মীপুর : জেলার চন্দ্রগঞ্জে কবরে লুকিয়ে রাখা একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাহাত হোসেন বাবু (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।

আটক বাবু জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের কোয়ার বাড়ির শাহ আলমের ছেলে।

রোববার (৫ জানুয়ারি) রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিন আটক বাবুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে শনিবার দিবাগত গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর গ্রামের ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

উদ্ধারকৃত অস্ত্রটি চন্দ্রগঞ্জের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রদল নেতা জিসানের কবরে লুকিয়ে রাখা হয় বলে জানায় ডিবি পুলিশ। জিসান ২০১৫ সালের ২৩ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে র‍্যাবের সাথে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাহাত হোসেন বাবু নামে এক যুবক কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তাকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অস্ত্র রাখার কথা স্বীকার করে। পুলিশ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের পাশে থাকা জিসানের কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে লাল টিস্যু শপিং ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি এলজি উদ্ধার করে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহমেদ বাদি হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি রাহাত হোসেন বাবুকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, আসামি বাবু অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়-ভীতি সৃষ্টিসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাতো।