ঢাকা: আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হবে। তবে এদিন জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে না।
সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
তিনি জানান, ৫ আগস্ট সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। আজ সারাদেশ এবং ঢাকার মানুষ একইভাবে রাস্তায় নেমে আসবে। অন্তর্বর্তী সরকার আমাদের প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে। আমরাও এর পক্ষে সমর্থন জানাই। সরকারের পক্ষ থেকে প্রক্লেমেশন আসবে, তবে আমরা যে কর্মসূচি দিয়েছি শহীদ মিনারে- আমরা বিপ্লবীরা একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না।
আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী শহীদ মিনারে একত্রিত হবো। ষোঘণাপত্র আসবে সরকারের পক্ষ থেকে। তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না। ঘোষণাপত্রের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে প্যারেক মেরে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
ঘোষণাপত্র প্রকাশ করা হবে কি না? এমন প্রশ্ন করলে মাসউদ কোনো উত্তর না দিয়ে প্রক্লেমেশনের পক্ষে কার্যালয়ের বাইরে মিছিল করা হবে জানিয়ে দ্রুত সংবাদ সম্মেলন স্থান ত্যাগ করেন।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং অন্যতম সমন্বয়ক সারজিস আলম উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলন শেষে সারজিস আলম কার্যালয়ে প্রবেশ করে কয়েক মিনিটের মধ্যে আবার বেরিয়ে যান।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে সেই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান।
এরপরই বিষয়টি নিয়ে খোলাসা করতে বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈঠক শেষেই এই ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, গত রোববার সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তারা মঙ্গলবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবেন। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে