০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে আবারও গ্যাস বিস্ফোরণে নিহত ২

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ২ । ঘটনাটি ঘটে বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে।
লক্ষ্মীপুরে ‘আল মদিনা’ নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত ও পরে নোয়াখালী মেডিকেলে নেওয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে এবং রুবেল হোসেন আল মদিনা বাসের চালক ও রামগতি চর বাদাম ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে।

আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রীণ লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন।

ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান তিনি।

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় ফিলিং স্টেশনে গাড়ির চাপ ছিল না। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ফেরন করা হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে আবারও গ্যাস বিস্ফোরণে নিহত ২

আপডেটের সময় : ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২, আহত ২ । ঘটনাটি ঘটে বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে।
লক্ষ্মীপুরে ‘আল মদিনা’ নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত ও পরে নোয়াখালী মেডিকেলে নেওয়ার পথে আরেকজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে এবং রুবেল হোসেন আল মদিনা বাসের চালক ও রামগতি চর বাদাম ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে।

আহতরা হলেন- নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০), স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল-মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রীণ লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও ৩ জন।

ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানান, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রং এর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান তিনি।

স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় ফিলিং স্টেশনে গাড়ির চাপ ছিল না। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতো।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ফেরন করা হয়েছে।