১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম গ্রেফতার

ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত।

এর আগে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম গ্রেফতার

আপডেটের সময় : ০৬:২৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানা থেকে মাইক্রোবাসে করে তাকে ঢাকার খিলক্ষেত থানার উদ্দেশ্যে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত।

এর আগে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ ও তৎসম আইনে মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় লক্ষ্মীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।