০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আত্মগোপনে উর্মি

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া  লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি গা ঢাকা দিয়েছেন। সাবেক কর্মস্থলসহ ময়মনসিংহে পরিবারের কাছে খোঁজ নিয়েও কোথাও তার অবস্থান জানা যাচ্ছে না। এনিয়ে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।   

মঙ্গলবার (৮ অক্টোবর) দিনভর খোঁজ করেও তাপসী তাবাসসুম ঊর্মির কোনো অবস্থান জানা যায়নি।

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের বলেন, গত ৫ অক্টোবর রাত থেকে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি লালমনিরহাটে নেই। তিনি এখন কোথায় আছেন, তা আমাদের জানা নেই। 

এদিকে ময়মনসিংহ নগরীর কাশর জেল রোড এলাকার নিজ বাসায় মা-বাবার কাছেও ঊর্মি আসেননি বলে জানিয়েছেন তার মা মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন জাহান। 

তিনি বলেন, মেয়ের সঙ্গে গত দুই দিন ধরে আমার কোনো যোগাযোগ নাই। ওর মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ করছে না। দোয়া করছি আল্লাহ তাকে রক্ষা করুন, হেফাজত করুন। তবে গত পরশু সে লালমনিরহাটে ছিল। কিন্তু এখন কোথায় আছে তা জানি না।  

এ সময় নাসরিন জাহান সন্দেহ প্রকাশ করে বলেন, আমার মেয়ের মোবাইল জব্দ করা হয়েছে কিনা, তাও বুঝতে পারছি না। খোঁজ করেও তাকে মোবাইলে পাচ্ছি না। তবে সে ঢাকায় থাকতে পারে। 

এই অবস্থায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের হওয়ায় তিনি গা ঢাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বিদেশ চলে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। 

তাদের ভাষ‍্য, বতর্মান সরকারকে বিব্রত করতেই কোনো একটি মহলের ইন্ধনে পূর্বপরিকল্পিতভাবে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানকে টার্গেট করে এই বিতর্কিত পোস্ট করেছেন। এখন তিনি আইনের হাত থেকে রক্ষা পেতে গা ঢাকা দিয়ে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী কোনো দেশে পালিয়ে যেতে পারেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আত্মগোপনে উর্মি

আপডেটের সময় : ০৫:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া  লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি গা ঢাকা দিয়েছেন। সাবেক কর্মস্থলসহ ময়মনসিংহে পরিবারের কাছে খোঁজ নিয়েও কোথাও তার অবস্থান জানা যাচ্ছে না। এনিয়ে নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে।   

মঙ্গলবার (৮ অক্টোবর) দিনভর খোঁজ করেও তাপসী তাবাসসুম ঊর্মির কোনো অবস্থান জানা যায়নি।

লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার সাংবাদিকদের বলেন, গত ৫ অক্টোবর রাত থেকে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি লালমনিরহাটে নেই। তিনি এখন কোথায় আছেন, তা আমাদের জানা নেই। 

এদিকে ময়মনসিংহ নগরীর কাশর জেল রোড এলাকার নিজ বাসায় মা-বাবার কাছেও ঊর্মি আসেননি বলে জানিয়েছেন তার মা মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন জাহান। 

তিনি বলেন, মেয়ের সঙ্গে গত দুই দিন ধরে আমার কোনো যোগাযোগ নাই। ওর মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ করছে না। দোয়া করছি আল্লাহ তাকে রক্ষা করুন, হেফাজত করুন। তবে গত পরশু সে লালমনিরহাটে ছিল। কিন্তু এখন কোথায় আছে তা জানি না।  

এ সময় নাসরিন জাহান সন্দেহ প্রকাশ করে বলেন, আমার মেয়ের মোবাইল জব্দ করা হয়েছে কিনা, তাও বুঝতে পারছি না। খোঁজ করেও তাকে মোবাইলে পাচ্ছি না। তবে সে ঢাকায় থাকতে পারে। 

এই অবস্থায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের হওয়ায় তিনি গা ঢাকা দিয়ে সীমান্ত পেরিয়ে বিদেশ চলে যেতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। 

তাদের ভাষ‍্য, বতর্মান সরকারকে বিব্রত করতেই কোনো একটি মহলের ইন্ধনে পূর্বপরিকল্পিতভাবে ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে অন্তর্বর্তী সরকারের প্রধানকে টার্গেট করে এই বিতর্কিত পোস্ট করেছেন। এখন তিনি আইনের হাত থেকে রক্ষা পেতে গা ঢাকা দিয়ে সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী কোনো দেশে পালিয়ে যেতে পারেন।