কমলনগর (লক্ষ্মীপুর) :
চিরকুটে অপরাধীর বিচার চেয়ে লক্ষ্মীপুরের কমলনগরের উপজেলায় মাইমুনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২৩ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাইমুনা ওই এলাকার মিলন মেম্বারদের সমাজের আবুধাবি প্রবাসী মামুনের মেয়ে এবং উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। আত্মহত্যার আগে লিখে যাওয়া মাইমুনার একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
চিরকুট ও স্থানীয় সুত্রে জানা যায়,নিহত মাইমুনা স্থানীয় আল আরাফা দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে একই এলাকার মোঃ জাকিরের ছেলে ‘ওমর’ বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে ওমর মাইমুনাকে নিয়ে এলাকায় বিভিন্ন কুৎসা রটায়। বিষয়টি মাইমুনার মা জানতে পেরে তাকে (মাইমুনা) গালমন্দ করে।
শুক্রবার সকালে মেয়েকে বাসায় রেখে তার মা কুসুম বেগম কেনাকাটার জন্য করইতলা বাজারে গেলে এই ফাঁকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এর আগে চিরকুটে তার মৃত্যুর জন্য জাকিরের ছেলে ওমরকে দায়ি করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল জলিল বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।