কমলনগর :লক্ষ্মীপুর জেলার কমলনগরে দুই ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছে।৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করায় ও ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন মাষ্টার মৃত্যুতে উক্ত দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুয়ায়ী গত ২৭ জুন উক্ত পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
নির্বাচনী মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই পর্যন্ত ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৩ জন ও ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন ১/ মো. বাবুল মিয়া, ২/ মো. আবুল কাশেম হাওলাদার,৩/ কফিল উদ্দিন মাহমুদ, ৪/ মো. সোলায়মান, ৫/মোশারেফ হোসেন খোকন, ৬/মো. হারুন, ৭/ আঃ রহমান রাসেল, ৮/ আব্দুর জাহের,৯/ মাহবুবুল আলম রাজু,১০/ মো. নজরুল ইসলাম,১১/ মো. আহসান উল্যাহ, ১২/ফরিদা ইয়াসমিন,১৩/ মো. আনোয়ার হোসেন।
চর কাদিরা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন,১/ মো. নুরুল্যাহ, ২/খবিরুল হক,৩/ মো. ইব্রাহিম বাবুল,৪/ মো. বাহার,৫/ আশ্রাফ উদ্দিন রাজন রাজু, ৬/মো. ফাইজুল্লাহ,৭/ আবদুর রহিম, ৮/জয়দেব মজুমদার। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কমকর্তা, চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী।
এছাড়াও চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসমাইল হোসেন ও নুরুল করিম নিদিষ্ট সময়ের মধ্যে না আসার মনোনয়ন দাখিল করতে পারেনাই।
মনোনয়ন যাচাই-বাছাই ৫ জুলাই, মনোনয়ন যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহার ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই ২৪ইং।