টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে পিকাপের ধাক্কায় নিহত ২, আহত ১।
ঘটনাটি ঘটেছে ১৩ জুন বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় ।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া এবং অপরজন কাশতলা গ্রামের জুয়েল।
ঘাটাইল থানার এসআই বেলাল হোসেন জানান, এক মোটরসাইকেলে তিন আরোহী ছিলেন। কদমতলী এলাকায় একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজন মারা যান। কালিহাতী হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।