০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি নিহত

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর চলন্ত ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর নিহত হন। তার মাথা থেঁতলে যায়। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ডাম্প ট্রাক চালক জাফর (২৪) সেই সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নরুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তি নিহত

আপডেটের সময় : ০৪:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর চলন্ত ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিবুল্লাহ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর নিহত হন। তার মাথা থেঁতলে যায়। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ডাম্প ট্রাক চালক জাফর (২৪) সেই সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নরুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।