০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নকলার সেই ইউএনও’কে তলব করেছে তথ্য কমিশন

ডেস্ক নিউজ :স্ব শরীরে হাজির হয়ে জবাবের জন্য নকলার সেই ইউএনওকে তলব। তথ্য চাওয়ায় শেরপুর জেলার নকলায় কর্মরত সাংবাদিক শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ০২ এপ্রিল তাকে কমিশনে হাজির হতে হবে।

২২মার্চ শুক্রবার তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক তলব করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২১ মার্চ) ওই ইউএনওকে সমন দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ০৫ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া নিয়ে নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ইউএনও কার্যালয়ে পুলিশ ডেকে তাকে অসদাচরণের জন্য আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ জন্য তথ্য চাওয়ায় শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ইউএনও তলব করা হয়েছে।

এর আগে, গত ৮ মার্চ তথ্য অধিকার আইনে আবেদন করার পরও সাংবাদিককে তথ্য না দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য কমিশনার শহীদুল আলমকে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিককে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

নকলার সেই ইউএনও’কে তলব করেছে তথ্য কমিশন

আপডেটের সময় : ০৫:৫৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

ডেস্ক নিউজ :স্ব শরীরে হাজির হয়ে জবাবের জন্য নকলার সেই ইউএনওকে তলব। তথ্য চাওয়ায় শেরপুর জেলার নকলায় কর্মরত সাংবাদিক শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন। আগামী ০২ এপ্রিল তাকে কমিশনে হাজির হতে হবে।

২২মার্চ শুক্রবার তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক তলব করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার (২১ মার্চ) ওই ইউএনওকে সমন দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ০৫ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কয়েকটি প্রকল্পের ৫০ লাখ টাকা ব্যয়ের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। কিন্তু আবেদনের প্রাপ্তি স্বীকারের কপি দেওয়া নিয়ে নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ইউএনও কার্যালয়ে পুলিশ ডেকে তাকে অসদাচরণের জন্য আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ ওই কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। এ জন্য তথ্য চাওয়ায় শফিউজ্জামান রানাকে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ইউএনও তলব করা হয়েছে।

এর আগে, গত ৮ মার্চ তথ্য অধিকার আইনে আবেদন করার পরও সাংবাদিককে তথ্য না দিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। তথ্য কমিশনার শহীদুল আলমকে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়। শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিককে অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্টদের বিচার দাবি করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।