০৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আড়ৎদার দাম বাড়ায় অভিযানে ভোগান্তি পাইকার কেন? লক্ষ্মীপুরে খুচরা দোকানীদের অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১২০ টাইম ভিউ

মোস্তাফিজুর রহমান টিপু(লক্ষ্মীপুর) : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর শহরে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিভিন্ন দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে অর্থদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এবং ভোক্তা সংরক্ষণ অধিকার লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এদিকে অভিযানের খবরে বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।
ভ্রাম্যমাণ আদালত চলে গেলে ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খোলেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা পণ্য বিক্রয় করেন। আড়তদাররা পণ্যের মূল্য বেশি রাখেন, তাই খোলা বাজারেও তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ জন্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি তাদের।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো অভিযান নেই। ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে কোনো পণ্যই বিক্রি হচ্ছে না। মুদি মালের পাশাপাশি মুরগি এবং গরুর মাংসও ব্যবসায়ীদের পূর্ব নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, মূল্য নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আড়ৎদার দাম বাড়ায় অভিযানে ভোগান্তি পাইকার কেন? লক্ষ্মীপুরে খুচরা দোকানীদের অভিযোগ

আপডেটের সময় : ০২:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

মোস্তাফিজুর রহমান টিপু(লক্ষ্মীপুর) : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর শহরে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিভিন্ন দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন অংকে অর্থদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এবং ভোক্তা সংরক্ষণ অধিকার লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এদিকে অভিযানের খবরে বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান।
ভ্রাম্যমাণ আদালত চলে গেলে ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খোলেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।

ব্যবসায়ীরা জানান, ক্রয়মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা পণ্য বিক্রয় করেন। আড়তদাররা পণ্যের মূল্য বেশি রাখেন, তাই খোলা বাজারেও তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এ জন্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না। পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি তাদের।
বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো অভিযান নেই। ছোট ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে কোনো পণ্যই বিক্রি হচ্ছে না। মুদি মালের পাশাপাশি মুরগি এবং গরুর মাংসও ব্যবসায়ীদের পূর্ব নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, মূল্য নিয়ন্ত্রণে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে।