পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির চতুর্থ দিন ছিল আজ বুধবার। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার এলাকায় সুলভ মূল্যের পণ্যের ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান পৌঁছার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু পৌঁছায় ৪০ মিনিট দেরিতে ১০টা ৪০ মিনিটে। আর প্রতিনিধিরা বিক্রি শুরু করেন পৌনে ১১টার দিকে। সোয়া এক ঘণ্টার মধ্যেই গরুর মাংস শেষ হয়ে যায়।
পণ্যবাহী গাড়ি দেরিতে পৌঁছানোয় অপেক্ষমাণ ক্রেতারা বিরক্তি প্রকাশ করেন। ৩২ জন নারী-পুরুষ দুধ, ডিম ও মাংসের জন্য সূচনা কমিউনিটি সেন্টারের সামনে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে ১৯ পুরুষ ও ১৩ নারী ছিলেন। অনেকে দেরি দেখে পণ্য না কিনে চলে যান।