রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নবম ও দশম গ্রেডে ১৭ ক্যাটাগরির ৯০টি পদের প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সূচিও প্রকাশিত হয়েছে। রাজউকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই প্রিলিমিনারি টেস্টের ফল ও লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ৯ মার্চ প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১ হাজার ৮৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।