বিএনপি ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছে, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতা–কর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছেন, তাঁরা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। অথচ তাঁরা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।