কুলদীপ যাদবের ভবিষ্যদ্বাণী তো মিলে গেল!
ধর্মশালা টেস্টে শনিবার টেস্ট ইতিহাসে তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলকের দেখা পান জেমস অ্যান্ডারসন। ইংলিশ এই পেসারের ৭০০তম উইকেট ছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব।
অবিশ্বাস্য ব্যাপার হলো, কুলদীপ আগে থেকেই বুঝতে পেরেছিলেন, তিনি–ই হতে যাচ্ছেন অ্যান্ডারসনের ৭০০তম উইকেট। অ্যান্ডারসনকে এই ভাবনার কথা কুলদীপ আগেই জানিয়েছিলেন।